ফেসবুকের নতুন আপডেট এখন মেসেঞ্জার থেকে বার্তা পাঠানো যাবে ইনস্টাগ্রামে

ফেসবুকের নতুন আপডেট এখন মেসেঞ্জার থেকে বার্তা পাঠানো যাবে ইনস্টাগ্রামে

📣 New Update 🔥 
..................................................................................

Hello Everyone, " আসসালামু আলাইকুম " bdtechgyan.ml ওয়েবসাইটে আপনাদের সকলকে আরও একটি নতুন পোস্টে স্বাগতম।

বলতে না বলতেই চলে এলো ফেসবুকের নতুন আপডেট। এখন থেকে মেসেঞ্জার থেকেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বার্তা পাঠানো যাবে। আবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও মেসেঞ্জারে বার্তা পাঠাতে পারবেন। সে সঙ্গে ইনস্টাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধা যোগ হচ্ছে। এক যৌথ ব্লগ পোস্টে গত বুধবার এমনটি জানিয়েছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।
++ source - HERE

প্রথমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাপ হালনাগাদ করতে বলা হবে। 

নতুন সুবিধা সমূহ – 

চ্যাট বক্সে রং পরিবর্তন 

ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো 

একসঙ্গে ভিডিও দেখা, 

নির্দিষ্ট সময় পর বার্তা মুছে ফেলাসহ বেশ কিছু 

এই হালনাগাদের অংশ হিসেবে ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের সঙ্গেও বার্তা আদান–প্রদান করা যাবে ইনস্টাগ্রাম থেকে। 

ইনস্টাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছ থেকে। তবে বলা যেতে পারে, একবার অনুমতি দেওয়া মানে ফেসবুক বিশ্বে নিজেকে বন্দী করে ফেলা। ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর মধ্যে বার্তা আদান-প্রদানের সুবিধা থাকলে ব্যবহারকারীর এর বাইরে কোনো চ্যাটিং অ্যাপ ব্যবহারের তেমন প্রয়োজন না-ও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। 
.....................................................................................
আরও পোস্ট পড়ুন - KineMaster Pro Mod Apk 2021 (v4.14.4) [Fully Unlocked +]
.....................................................................................
ফেসবুক জানিয়েছে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই সুবিধা ব্যবহার করতে পারবেন। 

আবার চাইলে সুবিধাটি বন্ধ করে রাখা যাবে কিংবা ঠিক করে দেওয়া যাবে কে বার্তা পাঠাতে পারবে, কে পারবে না। 

সুবিধাগুলো ফেসবুকের নতুন অ্যাকাউন্টস সেন্টার থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী সুবিধাটি পাবেন। 

আশা করা যায় ভবিষ্যতে হয়তো হোয়াটসঅ্যাপও এই তালিকায় যুক্ত হবে। ফেসবুক কোম্পানির ধারনা, ব্যবহারকারীর কাছে নতুন এই সুবিধা চমৎকার বলে মনে হতে পারে। বিশেষ করে সব বন্ধুর সঙ্গে এক সেবা থেকে যোগাযোগ করা তো যাচ্ছে। 
.....................................................................................
আরও পোস্ট পড়ুন - Download 4k image on android with High Regulation
.....................................................................................
তবে বিশ্লেষকেরা বলছেন ফেসবুকের এই উদ্যোগটি প্রতিযোগীদের হটিয়ে বাজার দখলের আরেকটি পদক্ষেপ ।

আপনি এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইনটারনেট থেকে ভিডিওটি দেখে নিতে পারেন -https://www.facebook.com/zuck/videos/10112400329152771

Tech News Update নিয়ে আজ এই পর্যন্তই,

সবার সুস্থতা কামনা করছি🤞আমাদের সাথেই থাকুন এবং সাপোর্ট করুন bdtechgyan কে। 

BYE💕 

Post a Comment

If you have any Doubts. Please let me know 🙏🙏

নবীনতর পূর্বতন